তোমার ছবি স্থির তোমার ছবিতে রক্ত চলা চল তোমার দৃষ্টি ধীর তোমার দৃষ্টি থাকে অবিচল আঙ্গুলের ফাঁকে গোলাপী ঠোঁট বিস্তৃত হয় অনুভূতির বাঁকে সময়ের গতি বদলে যায় তবু তোমার জয় আমার বুকে জয়ধ্বনি দেয় যেটা তোমার নয় সেটা মুছে দিতে ইচ্ছে হয়