Thursday, 10 December 2015

কান্নার রং বদল

জানি : মতামত দিয়ে কিছুই বদলে দেওয়া যায়নি কখনো!
তবু : এই লেখাটা লিখতেই হচ্ছে,
কোটি কোটি মানুষের মন জয় করা, নায়ক সলমন খানকে ঘৃণা করার জন্য যুক্তি সাজাতে হয়না, শুধু  মানুষ(গাড়ির তলায় চাপা পড়া) কিংবা নিদেনপক্ষে জানোয়ার(হরিণ) হলেও হয়!! যদি তাও না হয়, তবে তো বলতে কোন বাঁধা নেই "আরে ভাই, আমি সিনেমা দেখি! ওর শিল্পী সত্তাকে কুর্নিশ জানাই! আমি ওর ফ্যান! কি দেখতে! কি নাচে! উফ্, হিরো".

বেকসুর খালাস হবার আনন্দে পার্টি হবে, মদ্য পান হবে, তারপর গাড়ি চালাতে বেড়াবেন সলমন!!! ওই গাড়ির তলায় কে কে আসবে, তা নিজেরাই ঠিক করে নাও. ঠিক আছে ???

নাহলে, সলমন খানের কোন দোষ থাকবে না কিন্তু!!
তোমরা যদি সাহায্য না করো, সলমন খান নিজের ইচ্ছে মতো ঘুমন্ত মানুষ পিষে দিয়ে এমনভাবে মানুষ মারবে, যেন কোন সিনেমার মারকুটে সিন!!!
আর, এই কাজের জন্য আদালত ডাকবে এবং সেই আদালত থেকে কেস জিতে নায়ক এমনভাবে বেরিয়ে আসবে যেন সিনেমার শেষ সিন! দর্শক জেতার আনন্দে কাঁদবে!

কেউ কেউ আবার কাঁদবে গাড়িতে চাপা পড়েও,  আদালতে মিথ্যেবাদী প্রমাণিত হয়ে!!!

আমরা আদালত না, আমরা প্রশাসন না কিংবা আমরা পুলিশ না !!!
কিন্তু আমরা প্রতিক্রিয়াশীল!!! আমরা কিছু খারাপ দেখলে কোথাও না হোক, মনের "পুলিশ" দিয়ে গ্রেপ্তার করে ফেলতে পারি মনে মনে! নিজের আত্ম-প্রশাসন ওই খারাপকে প্রতিষ্ঠিত করতে উদ্যোগী হতে পারে এবং বিবেকের আদালত তার বিরুদ্ধে কঠোরতম শাস্তি দিতে পারে!!
একটাই শাস্তি - REJECT
নিজের জীবনের ভালো লাগার লিস্টে সলমন-এর কোন কিছু থাকবে না!!

Wednesday, 2 December 2015

জানালার শহর

শহরের উপকণ্ঠে আমার শহর,
সূর্য ওঠার কয়েক ঘন্টা পরেই জেগে ওঠে!
রাতের নিশ্চুপ একাকীত্ব গুলো,
নিজেকেই নিজে হারিয়ে ফেলে এই সকালবেলা!
বিছানার কোল ছেড়ে একটু সরে,
ঘুমভাঙা চোখে নিজের থুতনি রাখি জানলায়,
চোখের দৃষ্টি চলে যায় রাস্তায়,
ঘাড় কাঁত করে তাঁকিয়ে থাকি রাস্তার দিকে!
ওরা বুঝি অন্য গ্রহের জীব,
মানুষের থেকে চলমান গাড়ির সংখ্যা বেশী!
পিঁপড়ের মতো মানুষ গুলো,
আর দেশলাই বাক্সের মতো গাড়ি গুলো নড়ছে!
থেমে থাকতে নেই ওদের কারো,
ওদের গতি আমার হৃদপিন্ড থেকেও বেশী!
ছুটতে থাকা এই শহরের থেকে,
আমি ছুটে পালাতে চাই দূর থেকে আরো দূরে!
আমি গতিহীন এক নিশ্চুপ ভাবনা,
আমার থমকে যাওযাই জন্ম দেয় ভাবনার গতিকে!
তবু শহরের ব্যস্ততা বিলীন হয়,
আমার ইচ্ছার চৌকাঠের একটু দূরে!