শহরের উপকণ্ঠে আমার শহর,
সূর্য ওঠার কয়েক ঘন্টা পরেই জেগে ওঠে!
রাতের নিশ্চুপ একাকীত্ব গুলো,
নিজেকেই নিজে হারিয়ে ফেলে এই সকালবেলা!
বিছানার কোল ছেড়ে একটু সরে,
ঘুমভাঙা চোখে নিজের থুতনি রাখি জানলায়,
চোখের দৃষ্টি চলে যায় রাস্তায়,
ঘাড় কাঁত করে তাঁকিয়ে থাকি রাস্তার দিকে!
ওরা বুঝি অন্য গ্রহের জীব,
মানুষের থেকে চলমান গাড়ির সংখ্যা বেশী!
পিঁপড়ের মতো মানুষ গুলো,
আর দেশলাই বাক্সের মতো গাড়ি গুলো নড়ছে!
থেমে থাকতে নেই ওদের কারো,
ওদের গতি আমার হৃদপিন্ড থেকেও বেশী!
ছুটতে থাকা এই শহরের থেকে,
আমি ছুটে পালাতে চাই দূর থেকে আরো দূরে!
আমি গতিহীন এক নিশ্চুপ ভাবনা,
আমার থমকে যাওযাই জন্ম দেয় ভাবনার গতিকে!
তবু শহরের ব্যস্ততা বিলীন হয়,
আমার ইচ্ছার চৌকাঠের একটু দূরে!
Wednesday, 2 December 2015
জানালার শহর
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment