Thursday, 20 October 2016

বিকেল পাঁচটায় মাডওয়া ফেরী ঘাট থেকে গেটওয়ে অফ ইন্ডিয়া যাওয়ার লঞ্চ ছাড়ার সময়ই দেখলাম- সূর্য নিজের রং বদল শুরু করেছে। হলুদ থেকে সোনালী, সোনালী থেকে গেরুয়া। পরিবর্তিত সূর্যের রং এরকম নিশ্চিতভাবে বলা না গেলেও, রংবদলের কারণ নিশ্চতভাবে বলা যায় - সূর্যাস্ত।
এক ঘন্টা যাত্রাসময় পেরিয়ে যেতেই, দেখা গেলো সূর্য নিজের রং বদলের সাথে সাথে ক্লান্ত শরীরে খুব ধীরে ধীরে ঢলে পড়ছে সমুদ্র ধারের বহুতল টাওয়ার গুলোর ওপরে। লঞ্চের মুহুর্মুহু গতিপথ বদলের সাথে সাথে সূর্যের ঢলে পড়ার প্রক্রিয়া আরব সাগরের আকাশে অদ্ভুত সৌন্দর্য সৃষ্টি করছে। বহুতল টাওয়ার গুলি যেন প্রজ্বলিত সূর্যটিকে নিয়ে ভলিবল খেলছে। আর সাগরের জলরাশি ঢেউ তুলে হাততালি দিচ্ছে।
অদ্ভুত সৌন্দর্যের খেলায় সবাই যখন মত্ত, সাগরপাড়ে "তাজ হোটেল" ও "গেটওয়ে অফ ইন্ডিয়া" দাঁড়িয়ে আছে মাথা উঁচিয়ে। ঠিক যেন সৌন্দর্য উপভোগে বিশেষ অতিথি হয়ে উপস্থিত হয়েছে এক রাজা ও এক রানী। হাজার সূর্য ডুবে গেলেও এই রাজা রানীর গরিমা জেগে থাকবে স্ট্রিট লাইটের টিমটিমে হলুদ আলোয়, মুম্বাইবাসীর মিশ্র সংস্কৃতির পথেঘাটে, দুহাজার বছরের ইতিহাসে আর ভ্রমণকারীদের হাজার হাজার ক্যামেরার লেন্সে।

No comments:

Post a Comment