ইহা একটি এমন বিশেষ শিল্পকর্ম যাহা হইতে কোন সমাজ চিত্র তো বটেই, এমনকি ইহা হইতে জাতিগত গুণাবলী বুঝিতে কোন ব্যক্তির অসুবিধা হয়না!!! তাই, কোন আদর্শ ভ্রমণ পিপাসু সমাজতাত্বিক যখনই কখনো হাওয়া বদলের উদ্দেশ্য লইয়া নিজের গন্ডি ছাড়িয়া বাহির হয়, তখনই দু চোখ মেলিয়া ধরিয়া খুঁজিতে থাকে, সেই জায়গার দেওয়াল লিখনগুলি!!! তাহাদের রং, বর্ণ, কারুকার্যের ধরন, ভাষার প্রয়োগ, অশ্লীলতার প্রয়োগ, ব্যবহৃত পুরুষ বা নারীর ছবি ইত্যাদি ইত্যাদি!!! পশ্চিমবঙ্গ অন্তর্গত দেওয়াল লিখনের সহিত ওড়িশার দেওয়াল লিখন বিস্তর ফারাক! উত্তর বঙ্গের সাথে বাকি বঙ্গের, নাটকের সাথে সিনেমার, মলমের সাথে কলমের, এমনকি বাংলার সাথে অন্য ভাষার দেওয়াল লিখনের পার্থক্য চোখে পড়িবার মতো!!
দেওয়াল লিখনের আঞ্চলিকতা ও আন্তর্জাতিকতা রইযাছে!!! যথা - কোন লিখনে যদি আঞ্চলিক শব্দের আধিক্য থাকে, তাহা কেবল ওই এলাকায় লিখিবার মতো! যদি কোন লিখন একের অধিক স্থানে চালাইতে হয়, তবে তাহার বিস্তার অধিক হইয়া ওঠে এবং দেওয়াল লিখন সেই অনুযায়ী করিতে হয়!!
আবার কখনো কখনো দুইয়ের মিলন ঘটিয়া থাকে! যেমন সেদিন দেখিলাম দুনিয়া কাঁপানো মারণ রোগ সোয়াইন ফ্লু শব্দখানি লইয়া কোন এক নাট্যদল তাহাদিগের মদ পানীয়ের বিষয়ক এক প্রযোজনার নামকরণ করিয়াছে ওয়াইন ফ্লু!!! নাটকটির আঞ্চলিকতাতে যেভাবে আন্তর্জাতিকতাকে প্রয়োগ করিয়া দেওয়াল লিখন করিয়াছে, তাহা যথেষ্ট আনন্দ দায়ক ও শিল্পসত্ত্বার প্রকাশ বলিয়াই গণ্য হইবে!
যুগ যুগ ধরিয়া চলমান এই শিল্পকে সর্বাধিক পুষ্ট ও তুষ্ট করিয়াছে "ভোট"! রাজনীতিতে নিজেদের শক্তি বজায় রাখিবার জন্য, দেওয়াল দেওয়াল জুড়িয়া মিথ্যা কথা বা মিথ্যা প্রতিশ্রুতি লিখিয়া রাখা একধরনের শিল্পের প্রকাশ!
সবকিছু মিলাইয়া আমরা দেওয়াল লেখার জাতি ভালোই আছি লিখিয়া ও পড়িয়া!!!
Saturday, 20 February 2016
দেওয়াল লিখন:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment