Saturday, 20 February 2016

ভাষার উপাদান

সভ্যতার আধুনিকীকরণের সাথে সাথে আমরা অনেক কিছু পাওয়ার মাঝে বেশ কিছু হারাতে শুরু করি যেগুলো আসলে অদ্বিতীয় সামাজিক উপাদান!!! অত্যাধুনিক ডিজিটাল ও প্রিন্টিং গণমাধ্যমের গ্রাসে - ব্যস্ত জীবনযাত্রার আঙ্গিনায় আমরা রোবটের মতো হয়ে উঠছি!!! আমাদের চারদিকে "হাতে লেখা পোস্টার", "জলজ্যান্ত পারফর্মেন্স- নাটক", "সুরেলা ধীরগতির গান" ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি প্রায় অবলুপ্ত!!!
আমরা কি সত্যিই এগুলো পছন্দ করিনা নাকি কেবলমাত্র কিছু মানুষের ব্যবস্যাভিত্তিক চতুরতার কাছে ইচ্ছেগুলো বিকিয়ে দিচ্ছি!!! যাই হোক্ বাস্তবে, আমরা জানি আমাদের শহরে এখনও হাওয়ার সাথে "আবেগ" মিশে থাকে!!! শহরের  হেরিটেজ হিসেবে কিছু পুরনো বাড়ি দেখা যায়!!! আর সেই বাড়ির ও আশেপাশের মানুষ, নাটক,কবিতা, গান, শিল্প চর্চায় সদা মগ্ন!!!
আন্তর্জাতিক ভাষাদিবসের প্রাক্কালে এইসব মানুষকে বদলে না যাবার আহ্বান জানাই!!! এরাই সকলে এই ভাষা ও ভাষার উপাদানকে বহন করবে!!! #theatre #heritage #photography #kolkata

No comments:

Post a Comment