Thursday, 20 October 2016

বিকেল পাঁচটায় মাডওয়া ফেরী ঘাট থেকে গেটওয়ে অফ ইন্ডিয়া যাওয়ার লঞ্চ ছাড়ার সময়ই দেখলাম- সূর্য নিজের রং বদল শুরু করেছে। হলুদ থেকে সোনালী, সোনালী থেকে গেরুয়া। পরিবর্তিত সূর্যের রং এরকম নিশ্চিতভাবে বলা না গেলেও, রংবদলের কারণ নিশ্চতভাবে বলা যায় - সূর্যাস্ত।
এক ঘন্টা যাত্রাসময় পেরিয়ে যেতেই, দেখা গেলো সূর্য নিজের রং বদলের সাথে সাথে ক্লান্ত শরীরে খুব ধীরে ধীরে ঢলে পড়ছে সমুদ্র ধারের বহুতল টাওয়ার গুলোর ওপরে। লঞ্চের মুহুর্মুহু গতিপথ বদলের সাথে সাথে সূর্যের ঢলে পড়ার প্রক্রিয়া আরব সাগরের আকাশে অদ্ভুত সৌন্দর্য সৃষ্টি করছে। বহুতল টাওয়ার গুলি যেন প্রজ্বলিত সূর্যটিকে নিয়ে ভলিবল খেলছে। আর সাগরের জলরাশি ঢেউ তুলে হাততালি দিচ্ছে।
অদ্ভুত সৌন্দর্যের খেলায় সবাই যখন মত্ত, সাগরপাড়ে "তাজ হোটেল" ও "গেটওয়ে অফ ইন্ডিয়া" দাঁড়িয়ে আছে মাথা উঁচিয়ে। ঠিক যেন সৌন্দর্য উপভোগে বিশেষ অতিথি হয়ে উপস্থিত হয়েছে এক রাজা ও এক রানী। হাজার সূর্য ডুবে গেলেও এই রাজা রানীর গরিমা জেগে থাকবে স্ট্রিট লাইটের টিমটিমে হলুদ আলোয়, মুম্বাইবাসীর মিশ্র সংস্কৃতির পথেঘাটে, দুহাজার বছরের ইতিহাসে আর ভ্রমণকারীদের হাজার হাজার ক্যামেরার লেন্সে।

Thursday, 3 March 2016

তোমার ছবি স্থির
তোমার ছবিতে রক্ত চলা চল
তোমার দৃষ্টি ধীর
তোমার দৃষ্টি থাকে অবিচল
আঙ্গুলের ফাঁকে
গোলাপী ঠোঁট বিস্তৃত হয়
অনুভূতির বাঁকে
সময়ের গতি বদলে যায়
তবু তোমার জয়
আমার বুকে জয়ধ্বনি দেয়
যেটা তোমার নয়
সেটা মুছে দিতে ইচ্ছে হয়

Saturday, 20 February 2016

ভাষার উপাদান

সভ্যতার আধুনিকীকরণের সাথে সাথে আমরা অনেক কিছু পাওয়ার মাঝে বেশ কিছু হারাতে শুরু করি যেগুলো আসলে অদ্বিতীয় সামাজিক উপাদান!!! অত্যাধুনিক ডিজিটাল ও প্রিন্টিং গণমাধ্যমের গ্রাসে - ব্যস্ত জীবনযাত্রার আঙ্গিনায় আমরা রোবটের মতো হয়ে উঠছি!!! আমাদের চারদিকে "হাতে লেখা পোস্টার", "জলজ্যান্ত পারফর্মেন্স- নাটক", "সুরেলা ধীরগতির গান" ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি প্রায় অবলুপ্ত!!!
আমরা কি সত্যিই এগুলো পছন্দ করিনা নাকি কেবলমাত্র কিছু মানুষের ব্যবস্যাভিত্তিক চতুরতার কাছে ইচ্ছেগুলো বিকিয়ে দিচ্ছি!!! যাই হোক্ বাস্তবে, আমরা জানি আমাদের শহরে এখনও হাওয়ার সাথে "আবেগ" মিশে থাকে!!! শহরের  হেরিটেজ হিসেবে কিছু পুরনো বাড়ি দেখা যায়!!! আর সেই বাড়ির ও আশেপাশের মানুষ, নাটক,কবিতা, গান, শিল্প চর্চায় সদা মগ্ন!!!
আন্তর্জাতিক ভাষাদিবসের প্রাক্কালে এইসব মানুষকে বদলে না যাবার আহ্বান জানাই!!! এরাই সকলে এই ভাষা ও ভাষার উপাদানকে বহন করবে!!! #theatre #heritage #photography #kolkata

দেওয়াল লিখন:

ইহা একটি এমন বিশেষ শিল্পকর্ম যাহা হইতে কোন সমাজ চিত্র তো বটেই, এমনকি ইহা হইতে জাতিগত গুণাবলী বুঝিতে কোন ব্যক্তির অসুবিধা হয়না!!! তাই, কোন আদর্শ  ভ্রমণ পিপাসু সমাজতাত্বিক যখনই কখনো হাওয়া বদলের উদ্দেশ্য লইয়া নিজের গন্ডি ছাড়িয়া বাহির হয়, তখনই দু চোখ মেলিয়া ধরিয়া খুঁজিতে থাকে, সেই জায়গার দেওয়াল লিখনগুলি!!! তাহাদের রং, বর্ণ, কারুকার্যের ধরন, ভাষার প্রয়োগ, অশ্লীলতার প্রয়োগ, ব্যবহৃত পুরুষ বা নারীর ছবি ইত্যাদি ইত্যাদি!!! পশ্চিমবঙ্গ অন্তর্গত দেওয়াল লিখনের সহিত ওড়িশার দেওয়াল লিখন বিস্তর ফারাক! উত্তর বঙ্গের সাথে বাকি বঙ্গের, নাটকের সাথে সিনেমার, মলমের সাথে কলমের, এমনকি বাংলার সাথে অন্য ভাষার দেওয়াল লিখনের পার্থক্য চোখে পড়িবার মতো!!
দেওয়াল লিখনের আঞ্চলিকতা ও আন্তর্জাতিকতা রইযাছে!!! যথা - কোন লিখনে যদি আঞ্চলিক শব্দের আধিক্য থাকে, তাহা কেবল ওই এলাকায় লিখিবার মতো! যদি কোন লিখন একের অধিক স্থানে চালাইতে হয়, তবে তাহার বিস্তার অধিক হইয়া ওঠে এবং দেওয়াল লিখন সেই অনুযায়ী করিতে হয়!!
আবার কখনো কখনো দুইয়ের মিলন ঘটিয়া থাকে! যেমন সেদিন দেখিলাম দুনিয়া কাঁপানো মারণ রোগ সোয়াইন ফ্লু শব্দখানি  লইয়া কোন এক নাট্যদল তাহাদিগের মদ পানীয়ের বিষয়ক এক প্রযোজনার নামকরণ করিয়াছে ওয়াইন ফ্লু!!! নাটকটির আঞ্চলিকতাতে যেভাবে আন্তর্জাতিকতাকে প্রয়োগ করিয়া দেওয়াল লিখন করিয়াছে, তাহা যথেষ্ট আনন্দ দায়ক ও শিল্পসত্ত্বার প্রকাশ বলিয়াই গণ্য হইবে!
যুগ যুগ ধরিয়া চলমান এই শিল্পকে সর্বাধিক পুষ্ট ও তুষ্ট করিয়াছে "ভোট"! রাজনীতিতে নিজেদের শক্তি বজায় রাখিবার জন্য, দেওয়াল দেওয়াল জুড়িয়া মিথ্যা কথা বা মিথ্যা প্রতিশ্রুতি লিখিয়া রাখা একধরনের শিল্পের প্রকাশ!
সবকিছু মিলাইয়া আমরা দেওয়াল লেখার জাতি ভালোই আছি লিখিয়া ও পড়িয়া!!!